বৈষম্য থেকে অর্থনীতি ও দেশ বাঁচাতে সুশাসন প্রতিষ্ঠা করাই প্রধান কর্তব্য।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে জাসদ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ প্রতিনিধি সভায় ভাষণদানকালে এ কথা বলেন। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায় ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সাবেক তথ্যমন্ত্রী, তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কেন্দ্রীয় ১৪ দল ও মহাজোটের অন্যতম শীর্ষ নেতা হাসানুল হক ইনু বলেন, দুর্নীতিবাজ-দলবাজ-ক্ষমতাবাজদের দমন এবং বৈষম্য থেকে অর্থনীতি ও দেশ বাঁচাতে সুশাসন প্রতিষ্ঠা করাই এই মুহুর্তের প্রধান রাজনৈতিক কর্তব্য। নিকট অতীতে জঙ্গিদের বিরুদ্ধে যেভাবে শুন্য সহিষ্ণুতা নীতি নিয়ে জঙ্গিবাদ দমন করা হয়েছে, ঠিক একইভাবে দুর্নীতিবাজ-দলবাজ-ক্ষমতাবাজদের বিরুদ্ধেও শুন্য সহিষ্ণুতা নীতি নিয়ে দুর্নীতিবাজ-দলবাজ-ক্ষমতাবাজদের দমন করতে হবে।
তিনি বলেন, চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতি বিরোধী অভিযান জেলা-উপজেলা পর্যন্ত পরিচালনা করতে হবে।
ইনু সুশাসনের জন্য আইনের শাসন নিশ্চিত করা, মুখ না দেখে দল না দেখে আইনের কঠোর প্রয়োগ, রাষ্ট্র-প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশিত চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতি বিরোধী অভিযানের পক্ষে ১৪ দল, মহাজোটের শরিক দলসমূহের সৎ ও দেশপ্রেমিক নেতা-কর্মীদের সোচ্চার হবার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য দলের সকল নেতা-কর্মী-সংগঠকদের প্রতি আহ্বান জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যৌথ প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য এড. হাবিবুর রহমান শওকত, এড. শাহ জিকরুল আহমেদ, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, সহ-সভাপতি আফরোজা হক রীনা, মোহর আলী চৌধুরী, সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।
এসময় আরো উপস্থিত ছিলেন নইমুল আহসান জুয়েল, শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী, মীর্জা মোঃ আনোয়ারুল হক, ঢা কা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী এড. নীলঞ্জনা রিফাত সুরভী, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা