সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এক জমজমাট আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদান করা হলো টেলিভিশন রিপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব আয়োজিত বেস্টওয়ে গ্রুপ- ২০তম ট্র্যাব অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বেস্টওয়ে গ্রুপ এর চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাদের মনসুর।
এ বছর বেস্টওয়ে গ্রুপ- ২০তম ট্র্যাব অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা পেলেন নাট্য ব্যক্তিত্ব মঞ্চ সারথী আতাউর রহমান এবং বরেণ্য লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। শ্রেষ্ঠ পরিচালক- অরুণ চৌধুরী (চলচ্চিত্র- ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি আলতাবানু) ও রাজু আলীম (চলচ্চিত্র- ইমপ্রেস টেলিফিল্মএ র ছবি ভালোবাসার রাজকন্যা)। ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস (চলচ্চিত্র- ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি পোস্টমাস্টার ৭১), মানবাধিকার কর্মী- তৌহিদা সুলতানা (সঙ্গীতশিল্পী) ও নারী সাংবাদিকতা- সাবিনা ইয়াসমিন (সম্পাদক, রোদসী)।
বিশেষ সম্মাননা পেয়েছেন সঙ্গীতশিল্পী- মেহরিন ও শম্পা দাস (নজরুল সঙ্গীত শিল্পী)। টিভি উপস্থাপিকা- জেনিফার ফেরদৌস, নাট্যকার- শহীদুর রহমান (বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সর্বাধিক নাটকের নাট্যকার), তরুণ সঙ্গীত শিল্পী- রেশমী মির্জা এবং নবাগত মডেল, চিত্র নাট্যকার এবং পরিচালক-নানজিবা খান। অনুষ্ঠানে তারকাশিল্পীরা তাদের পরিবেশনার মধ্য দিয়ে মাতিয়ে রাখেন দর্শকদের।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা