অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, কল্পনা করতে না পারলে স্বপ্নের বাস্তবায়ন সম্ভব নয়। অদম্য সাহস আর দূরদর্শীতা সম্পন্ন কল্পনা শক্তিতে বলীয়ান হয়েই বেগম রোকেয়া আজও নারী মুক্তির অনুপ্রেরণার উৎস হয়ে আছেন বলেও জানান তিনি।
আজ সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বেগম রোকেয়ার স্বপ্ন এগিয়ে নেয়ার আহ্বান জানান। বলেন, সৃজনশীল ভাবনা ও কর্মকে উদ্ধুদ্ধ করতে ‘সুলতানার স্বপ্ন’ পদক চালুর কথা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে রোকেয়া পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা।
আরোও পড়তে পারেন : গাজায় ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৪৯০ শিশু নিহত