অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ ছিল লাল-সবুজের প্রতিনিধিদের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলেই সেমি-ফাইনালে পৌঁছে যেত বাঘিনীরা। কিন্তু বৃষ্টি সেই সুযোগ দেয়নি।
বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসও হয়নি। দুই ঘণ্টা অপেক্ষার শেষে ম্যাচ হয় পরিত্যক্ত। এতেই বিদায় নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
শেষ ম্যাচের আগে ৫ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে ছিল বাংলাদেশ। আর ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড ছিল চারে। বাংলাদেশ রান রেটে এগিয়ে ছিল। আজ জিতলেই শেষ চারের টিকিট পেত বাংলাদেশ। কিন্তু বৃষ্টি সেটা হতে দিলো কোথায়?
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ও আমিরাত পায় একটি করে পয়েন্ট। ৬ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ পয়েন্ট। সমান ম্যাচে আমিরাতের পুঁজি দাঁড়ায় ৩ পয়েন্ট। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো শেষ চারে পৌঁছে ইতিহাস গড়েছে থাইল্যান্ড।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা