এই বর্ষা মওসুমেও বৃষ্টির দেখা নেই চেন্নাইয়ে। বিভিন্ন শহরেরও পানির স্তর একদম তলানিতে ঠেকেছে। চেন্নাইয়ে পানির জন্য হাহাকার পড়ে গেছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে হায়দরাবাদও।
তেলেঙ্গানার এই শহরে পানির স্তর একদম তলানিতে গিয়ে ঠেকেছে। বৃষ্টি না হলে জলাধারগুলো শুকিয়ে যাবে ৪৮ দিনের মধ্যে। তারপর শেষ হয়ে যাবে হায়দরাবাদের পানি।
ফলে বিপাকে পড়তে পারে হায়দরাবাদ, সেকেন্দ্রবাদ এবং গ্রেটার হায়দরাবাদ সংলগ্ন অঞ্চলগুলো। ওই অঞ্চলে আগস্টের শেষের দিকেই পানির ভাণ্ডার তলানিতে এসে ঠেকবে।
সরকারি একজন কর্মকর্তা জানান, বর্ষাকালে বৃষ্টির পরিমাণ না বাড়লে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই হায়দরাবাদে পানির সংকট দেখা দেবে।
জানা গেছে, গত বছরের জুলাইয়ের তুলনায় বর্তমানে পানির স্তর ১২ ফুট নীচে রয়েছে। এছাড়া নাগার্জুনাসাগর, গোদাবরী, ওসমানসাগর এবং হিমায়তসাগরের পানির স্তর অনেকটাই কমে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যেক বছর এই সময় পানির স্তর সাধারণের তুলনায় ৫ থেকে ১০ ফুট উপরেই থাকে। কিন্তু এ বছর সেরকম কিছুই হয়নি।
তবে আগামী কয়েকদিনে একটু ভালো বৃষ্টি হলেও পুনরায় পানির স্তর বেড়ে যেতে পারে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
NB: This post is copied from kalkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা