অনলাইন ডেস্ক
ওয়ানডে ক্রিকেটের পথচলা শুরু ১৯৭১ সালে। চার বছর পর ১৯৭৫ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় বিশ্বকাপ। এর পর থেকে এখন পর্যন্ত ১২টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে। ত্রয়োদশ বিশ্বকাপ আয়োজন করছে ভারত, আসরটির পর্দা উঠছে ৫ অক্টোবর। সেরা হওয়ার ব্রত নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছেন অংশগ্রহণকারী ১০ দলের ক্রিকেটাররা। এর আগে দেখে নেওয়া যাক, বিশ্বকাপ পারফরম্যান্সে সেরার তালিকায় আছেন কারা।
সেরা দল
বিশ্বকাপ ইতিহাসের সেরা দল অস্ট্রেলিয়া, ৫টি শিরোপা জিতেছে তারা। দ্বিতীয় সফলতম দল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত; দুই দলই ২টি করে বিশ্বকাপ জিতেছে। একবার করে বিশ্বকাপ জিতেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
সর্বোচ্চ জয়
বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় অস্ট্রেলিয়ার, ৯৪ ম্যাচের ৬৯টিতে জিতেছে তারা। দ্বিতীয় সর্বোচ্চ জয় নিউজিল্যান্ডের, ৮৯ ম্যাচের ৫৪টি জিতেছে ব্ল্যাক ক্যাপরা। এ ছাড়া ভারত ৮৪ ম্যাচের ৫৩টি, ইংল্যান্ড ৮৩ ম্যাচের ৪৮টি ও পাকিস্তান ৭৯ ম্যাচের ৪৫টি জিতেছে।
সর্বোচ্চ ম্যাচ
বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন রিকি পন্টিং, অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ৪৬টি ম্যাচ খেলেছেন। ভারতের ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকার দ্বিতীয় সর্বোচ্চ ৪৫টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ৪০, মুত্তিয়া মুরালিধরন ৪০ ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা বিশ্বকাপে ৩৯টি ম্যাচ খেলেছেন।
সর্বোচ্চ রান
বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক শচিন টেন্ডুলকার, ৪৪ ইনিংসে ২ হাজার ২৭৮ রান করেছেন ভারতের সাবেক এই তারকা ব্যাটসম্যান। দুই নম্বরে থাকা রিকি পন্টিং ৪২ ইনিংসে করেছেন ১ হাজার ৭৪৩ রান। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৩৫ ইনিংসে ১ হাজার ৫৩২ রান করে তিন নম্বরে। চার নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ৩৩ ইনিংসে ১ হাজার ২২৫ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স ২২ ইনিংসে ১ হাজার ২০৭ রান করে পাঁচ নম্বরে।
সর্বোচ্চ রানের ইনিংস
বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক মার্টিন গাপটিল। ওয়েলিংটনে ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৩৭ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ক্রিস গেইলের দখলে। ক্যারিবীয় এই ব্যাটিং দানব ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেলেন। ১৯৯৬ বিশ্বকাপে রাওয়ালপিন্ডিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৮৮ রানের ইনিংস খেলা গ্যারি কার্স্টেন তিন নম্বরে। ১৯৯৯ বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিপক্ষে সৌরভ গাঙ্গুলি ১৮৩ রান করেন, চার নম্বরে তিনি। ভিভ রিচার্ডস ১৯৮৭ বিশ্বকাপে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলে পাঁচ নম্বরে।
সর্বোচ্চ সেঞ্চুরি
বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ভারতের দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও শচিন টেন্ডুলকার। দলটির বর্তমান অধিনায়ক রোহিত এবং তাদের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান শচিন; দুজনই ৬টি করে সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির মালিক অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাও করেছেন পাঁচটি সেঞ্চুরি। ৪টি করে সেঞ্চুরি সেঞ্চুরি করেছেন এবিডি ভিলিয়ার্স, তিলকারত্নে দিলশান, সৌরভ গাঙ্গুলি, মাহেলা জয়াবর্ধনে, ডেভিড ওয়ার্নার ও মার্ক ওয়াহ।
সর্বোচ্চ হাফ সেঞ্চুরি
সর্বোচ্চ রান, সেঞ্চুরির মতো বিশ্বকাপে সর্বোচ্চ হাফ সেঞ্চুরিও করেছেন শচিন টেন্ডুলকার। ভারতের এই ব্যাটিং বিস্ময় বিশ্ব মঞ্চে ১৫টি হাফ সেঞ্চুরির মালিক। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৮টি করে হাফ সেঞ্চুরি আছে ৯ জন ব্যাটসম্যানের, এ ছাড়া ৭টি করে হাফ সেঞ্চুরির মালিক সাতজন ব্যাটসম্যান। এর মধ্যে কুমার সাঙ্গাকারা, ফাফ ডু প্লেসি, ব্রায়ান লারারা আছেন।
সর্বোচ্চ উইকেট
বিশ্বকাপের সেরা বোলার গেল ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার ৩৯ ম্যাচে ৭১ উইকেট নিয়েছেন। ৪০ ম্যাচে ৬৮ উইকেট নেওয়া শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন দুই নম্বরে। ২৯ ম্যাচে ৫৬ উইকেট নিয়ে তিন নম্বরে আরেক লঙ্কান লাসিথ মালিঙ্গা। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ৩৮ ম্যাচে ৫৫ উইকেট নিয়ে চার নম্বরে। ১৮ ম্যাচে ৪৯ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্ট্রার্ক পাঁচ নম্বরে।
সেরা বোলিং
সর্বোচ্চ উইকেটের মতো বিশ্বকাপে ইনিংস সেরা বোলিংয়ের রেকর্ডও গেল ম্যাকগ্রার দখলে। সাবেক অজি এই পেসার ২০০৩ বিশ্বকাপে পচেফস্ট্রুমে নামিবিয়ার বিপক্ষে ৭ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৫ রান খরচায় ৭টি উইকেট নেন, যা তার ক্যারিয়ার সেরা বোলিংও। দ্বিতীয় সেরা বোলিং আরেক অজি পেসার অ্যান্ডি বিকেলের। ২০০৩ বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে ২০ রান তিনিও ৭ উইকেট নেন, ম্যাকগ্রার মতো তারও এটা ক্যারিয়ার সেরা বোলিং।
তৃতীয় সেরা বোলিং নিউজিল্যান্ডের টিম সাউদির দখলে। ২০১৫ বিশ্বকাপে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৭ উইকেট নেন তিনি। চতুর্থ সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের উইন্সটন ডেভিসের। সাবেক ডানহাতি এই পেসার ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডসে ৫১ রানে ৭ উইকেট পান। সেরা বোলিংয়ের পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোরে। প্রয়াত বাঁহাতি এই পেসার ১৯৭৫ বিশ্বকাপে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ৬ উইকেট শিকার করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা