অনলাইন ডেস্ক
তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী ও শিল্পীর পারিবারিক বন্ধু শামীম আরা নীপা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
সাদি মহম্মদের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো আজও তিনি সংগীতচর্চা করেছেন। সন্ধ্যার পর হঠাৎ তাঁর ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। এরপর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সাদি মহম্মদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক স্বাগতিক রুহানি গণমাধ্যমকে জানান, “সাদী সাহেবকে মৃত অবস্থায় পাই। গলায় দাগ পাই। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কাল বাদ যোহর রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সাদি মহম্মদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে পড়াশোনা করা সাদি মহম্মদের বাবা শহীদ সলিমউল্লাহ।
সাদি মহম্মদ রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে বেশি পরিচিত হলেও সঙ্গীতের অন্যান্য ক্ষেত্রে তার সমান দক্ষতা ছিলো। এছাড়া ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম বের হয়।
গত বছরের জুলাই মাসে সাদি মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ মারা যান।
শহীদ পরিবারের সন্তান সাদি মহম্মদের ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন প্রথিতযশা নৃত্যশিল্পী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা