অনলাইন ডেস্ক
জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর বিদ্যুত বিভাগ ও পাওয়ার গ্রিড অব বাংলাদেশ-পিজিসিবির তদন্ত কমিটি বুধবার ঘোড়াশাল ও আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্র পরির্দশন করে। এই দু’টি বিদ্যুত কেন্দ্র থেকেই বিপর্যয়ের কারণ বলে জানায় তদন্ত কমিটি।
বিদ্যুত বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় একযোগে বিপর্যয়ের পর বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক হলেও, এখনো বেশ কয়েকটি কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।
এদিকে, মঙ্গলবারের ব্ল্যাকআউটের বিষয়ে সচিবালয়ের সাংবাদিকদের সাথে কথা বলেন, বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় তিনি বলেন, ঘোড়াশাল ও আশুগঞ্জে যান্ত্রিক ত্র“টির কারণে পূর্বাঞ্চলের উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়। এতে কয়েকঘন্টার জন্য বিদ্যুত বিভ্রাট দেখা দিলেও তেমন কোন ক্ষতি হয়নি বলে জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিপর্যয়ের মূল কারণ জেনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা