অনলাইন ডেস্ক
আজ (বৃহস্পতিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং গবেষণার জন্য বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার ক্ষেত্র বাড়াতে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীকে তিন বিভাগে ফেলোশিপ প্রদান করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যত বেশি গবেষণা হবে দেশের অথনৈতিক উন্নয়নে তত বেশি অবদান রাখবে। তাই দক্ষ বিজ্ঞানী তৈরির লক্ষ্যে সরকার গবেষণার উপর গুরুত্ব দিচ্ছে। আওয়ামী লীগ সরকার বিজ্ঞান এবং গবেষণা ক্ষেত্রে প্রথম থেকেই নানামুখী উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার ফল এখন দেশের মানুষ পাচ্ছে।
এসময় ফেলোশিপ পাওয়া গবেষকদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আত্মবিশ্বাসের প্রেরণা নিয়েই নতুন প্রজন্মকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের তৈরি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘এখানে থেমে থাকলে হবে না। বাংলাদেশের এই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবে নতুন প্রজন্ম। আমরা কোনোভাবেই পিছিয়ে পড়বো না, কারো কাছে হাত পেতে চলবো না’। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ২১ জনকে এনএসটি ফেলোশিপ ও ১৬ জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা