অনলাইন ডেস্ক
রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে এই নতুন শিফটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
দ্বিতীয় শিফট চালু হওয়ায় মাসিক ভিত্তিতে ৬০০ থেকে ৭০০ জন নতুন রোগী যুক্ত হয়ে সেবার পরিধি ১৭০০ থেকে ১৮০০ রোগীতে উন্নীত হবে।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ডা. মো. শাহিনুল আলম বলেন, “এই দ্বিতীয় শিফট চালুর মধ্য দিয়ে বিএমইউ চিকিৎসা, শিক্ষা ও গবেষণার তিনটি ক্ষেত্রেই একটি যুগান্তকারী পদক্ষেপ নিলো। এটি শুধু শিফটের সম্প্রসারণ নয়, এটি একটি মানবিক উদ্যোগ, একটি দায়িত্বশীল অঙ্গীকার। আমরা চাই ক্যান্সার রোগীরা আর অপেক্ষা না করে নিরবিচারে, সময়মতো চিকিৎসা পাক। পাশাপাশি আমাদের রেসিডেন্ট চিকিৎসকরা হাতে-কলমে কাজ করার সুযোগ পাবে, যা তাদের দক্ষতা বাড়াবে এবং ভবিষ্যৎ চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলবে।”
তিনি জানান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ নিয়মিত টিউমার বোর্ড আয়োজনের মাধ্যমে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তুলেছে, যা ক্যান্সার চিকিৎসার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিতীয় শিফট চালুর ফলে নতুন ফ্যাকাল্টি নিয়োগের সুযোগ তৈরি হবে বলেও জানান উপাচার্য।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, “এই শিফট চালু বিএমইউ’র জন্য একটি বড় অর্জন। ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ এখন রোল মডেল হিসেবে অন্য বিভাগগুলোর জন্য দিকনির্দেশনা হয়ে উঠবে।”
উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, “বিএমইউ প্রশাসন জনস্বাস্থ্য সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিতীয় শিফট চালু সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, “ক্যান্সার রোগীরা আগে দীর্ঘদিন অপেক্ষা করতেন, এখন সেই চাপ কিছুটা হলেও কমবে। এটি বিএমইউ’র একটি বাস্তবমুখী সাফল্য।”
ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সৈয়দ আকরাম হোসেন জানান, “সীমিত সম্পদের সঠিক ব্যবহারে বিভাগটিকে পুনর্গঠন করা হচ্ছে। রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে ও বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে অর্গান-বেইসড ট্রিটমেন্ট চালুসহ একাধিক যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন, সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুন অর রশীদ, সহকারী অধ্যাপক ডা. মোছা রোকাইয়া সুলতানা, সহকারী অধ্যাপক ডা. মো. রিফাত জিয়া হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতনসহ সংশ্লিষ্ট শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসক, মেডিক্যাল ফিজিসিস্ট ও মেডিক্যাল টেকনোলজিস্টগণ (রেডিওথেরাপি)।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য মতে, রেডিওথেরাপির এই দ্বৈত শিফট চালু চিকিৎসা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনবে এবং চিকিৎসা নিতে সময় ও সুযোগের সমতা নিশ্চিত করবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা