অনলাইন ডেস্ক
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সজাগ আছেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তিনি স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেন। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষকদের ভর্তূকি দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
আজ শনিবার সকাল ১০টায় ৫০ শয্যা বিশিষ্ট বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। ২০০৮ সালের পর আবার কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হয়। কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী একজন ডায়নামিক লিডারশিপ।
তিনি বলেন, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি। আমরা শ্রীলংকাকে ঋণ দিয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে নৌপ্রতিমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংক বোচাগঞ্জ শাখার সৌজন্যে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন।