অনলাইন ডেস্ক
বার্সেলোনা ছাড়লেও অনেক দিন থেকেই পুরনো বকেয়া বোনাস দাবি করে আসছিলেন ব্রাজিল ও পিএসজির সুপারস্টার নেইমার। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে চলা আইনি জটিলতা অবশেষে শেষ হলো। আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা ও নেইমার। খবর বিবিসি’র।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে নাম লেখান নেইমার। অথচ এর মাত্র ৯ মাস আগেই বার্সার সঙ্গে নতুন চুক্তি করেছিলেন তিনি। সে চুক্তি অনুযায়ী, ৪৬ মিলিয়ন ইউরো বোনাস দেওয়ার শর্ত ছিল বলে অভিযোগ করেন নেইমার।
যদিও নেইমারের মামলার পর থেমে থাকেনি কাতালান ক্লাবটিও। নেইমারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করে তারা। পরে ব্রাজিলিয়ান তারকা বকেয়া থাকা সাড়ে তিন মিলিয়ন পারিশ্রমিক চেয়ে আরও একটি মামলা করেন।
সোমবার সন্ধ্যার পর বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কেউ কারও বিপক্ষে আর আদালতে লড়াই চালিয়ে যাবে না। সিভিল অ্যান্ড লেবার কোর্টে যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে।
বার্সেলোনা দাবি করছে তারা নেইমারের কাছে ১৬.৭ মিলিয়ন ইউরো পাবে। অন্যদিকে বার্সার কাছে ৪৭.২ মিলিয়ন ইউরো দাবি করে মামলা করেছেন নেইমার। অবশেষে চুক্তির মাধ্যমে এই ঝামেলার অবসান হলো।