অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোমানের স্থলাভিষিক্ত হিসেবে বারহুয়ানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এরমধ্যেই নতুন কোচের সন্ধানে নামবে ক্লাবটি। সে সময় পর্যন্ত দায়িত্ব থাকছেন বি দলের কোচই। খেলোয়াড়রা অনুশীলনে নামার আগে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেলেই তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
এর আগে রোনাল্ড কোম্যানকে বার্সার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়। রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে বার্সেলোনা। আর এর কয়েক ঘণ্টা পরই রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।
বারহুয়ানের কোচিং ক্যারিয়ার ততোটা সমৃদ্ধ না হলেও বর্তমানে বার্সেলোনার বি দলের দায়িত্বে আছেন তিনি। কোচিং ক্যারিয়ারে মোট ১৬৯টি ম্যাচে ডাগআউট ছিলেন বারহুয়ান। তার অধীনে দল জয় পেয়েছে ৬৪টি ম্যাচে। জয়ের হার ৩৭.৮৭ শতাংশ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা