অনলাইন ডেস্ক
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কামাল (৭৯) আর নেই।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আনোয়ার কামাল ফটিকছড়ির আজিমপুরের মরহুম ড. দেলোয়ার হোসাইনের ছেলে। তিনি ১৯৬৯ সালে ইংল্যান্ডে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও ডিজি শিপিং আকতার কামাল তার বড় ভাই।
আনোয়ার কামালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ।
এফবিসিসিআইর সাবেক পরিচালক, সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক তাঁর মেঝ মামা আনোয়ার কামালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।