ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় একসঙ্গে ৫০টি ডিম খাওয়ার ‘চ্যালেঞ্জ’ নিয়ে প্রাণ দিতে হল এক ব্যক্তিকে।এইজন্যেই বলে বুঝেশুনে নিন চ্যালেঞ্জ।
জানা গেছে, ৪২ নম্বর ডিমটি খাওয়ার সময়েই অসুস্থ বোধ করেন বছর বেয়াল্লিশের সুভাষ যাদব নামে ওই ব্যক্তি, তারপরে মৃত্যু হয় তাঁর।
পুলিশ জানিয়েছে যে বরাবরই ডিম খেতে ভালবাসতেন ওই ব্যক্তি। তাঁর এই ডিম প্রীতি নিয়েই এক বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ হয়। একসঙ্গে কটা ডিম খেতে পারেন, এই নিয়েই বাঁধে তর্ক। এরপর ঠিক হয়, দুই বন্ধু ডিম খাওয়ার প্রতিযোগিতা করবেন।
দুজনের মধ্যে আগে যিনি ৫০টি ডিম খেতে পারবেন তিনি পাবেন ২ হাজার টাকা, ওই টাকা দেবেন অপর পক্ষ, অর্থাৎ যিনি চ্যালেঞ্জে হেরে যাবেন।
যা ভাবা, তাই কাজ। চ্যালেঞ্জ ধরে বন্ধুকে নিয়ে জৌনপুরের বিবিগঞ্জ বাজার এলাকায় ডিম (Egg) খেতে যান সুভাষ যাদব। ২ হাজার টাকা বাজি ধরে শুরু হয় গপাগপ ডিম খাওয়া।
কিন্তু বাজি ধরে ডিম খাওয়া শুরু করার সময় সুভাষ যাদব একবারও কি ভেবেছিলেন যে তাঁর এই চ্যালেঞ্জ ধরাই তাঁর জীবনে অকালে দাঁড়ি টেনে দেবে!
রেষারেষি করে ৪১ টি ডিম খেয়ে ফেলেন তিনি, কিন্তু ৪২ তম ডিমটি খাওয়া শুরু করার পরেই অসুস্থ বোধ করেন তিনি, অজ্ঞান হয়ে পড়েও যান সুভাষ যাদব।
স্থানীয় লোকজন তাঁকে তৎক্ষণাৎ স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা খারাপ দেখে সেই হাসপাতাল আবার সুভাষ যাদবকে চিকিৎসার জন্যে পাঠায় সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। কিন্তু এত দৌড়াদৌড়ির পরেও শেষরক্ষা হয়নি, কয়েক ঘণ্টা পরেই তিনি মারা যান।
চিকিৎসকদের দাবি অনুযায়ী অনেক ডিম খাওয়ার কারণেই মৃত্যু হয় তাঁর। যদিও মৃত সুভাষ যাদবের পরিবারের সদস্যরা এই ঘটনায় কোনও মন্তব্য করতে রাজি হননি বলেই পুলিশ জানিয়েছে। এনডিটিভি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা