অনলাইন ডেস্ক
শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হন সাইফ আলি খান। এসময় কারিনার পরনে ছিলো লাল চুড়িদার আর সাইফ আলির পরনে ছিলো লাল পাঞ্জাবি, ঘিয়ে রঙের ধুতি। এ দিন সাইফকে দেখে অনেক নেটিজেনদের দাবি, এ বার সাজের দিক থেকে স্ত্রী কারিনাকে নাকি ছাপিয়ে গিয়েছেন সাইফ।
এ বার অভিনেতার সাজপোশাকের নেপথ্যে ছিলো বাঙালি পোশাকশিল্পী অভিষেক রায়। গত এক বছর ধরেই অভিষেকের পোশাক ধারাবাহিক ভাবে পরে চলেছেন সাইফ। বরাবরই বাঙালি ধুতি-পাঞ্জাবির প্রতি দুর্বলতা তার। গত বছর দীপাবলির দিনও অভিষেকের ধুতি-পাঞ্জাবিতেই সেজেছেন তিনি। এমনকি পটৌডি প্যালেসে একান্ত যাপনেরও সময়েও অভিষেকের পাঞ্জাবিতে দেখা যায় অভিনেতাকে।
যদিও গত দু’বার হালকা রঙের পোশাকে দেখা গিয়েছিল সাইফকে। এ বার গণেশ পুজোকে মাথায় রেখেই অভিষেকের এই ডিজাইন। শিল্পী বলেন, ‘‘সাইফ পোশাকের বিষয়ে দু’টি জিনিসই খোজেন, সঠিক ফিট ও পোশাক আরামদায়ক কি না! সেটা তিনি আমার কাছে পেয়েছেন। এই পাঞ্জাবিটা গোল্ড অ্যান্ড গোল্ড ব্রোকেডে তৈরি।’’যদিও পোশাক নিয়ে তারকারা বেশ খুঁতখুঁতে হন।
কিন্তু, গত এক বছর কাজ করে অভিষেক তেমন কিছু লক্ষ করেননি। অভিষেকের কথায়, ‘‘সাইফ ভীষণ সহযোগিতা করেন। এ বার ভিডিয়ো কলেই ধুতির নীচের ড্রেপিংটা দেখিয়েছি। কোনও বিরক্তি নেই ওর।’’ সাইফ তো সন্তুষ্ট। কিন্তু, কারিনাকে নিয়ে কী ভাবনাচিন্তা অভিষেকের? শিল্পীর কথায়, ‘‘আপাতত আমি সাইফকে নিয়ে খুশি।’’ এই মুহূর্তে সাইফের পরবর্তী পাঞ্জাবির কাজ নিয়ে ব্যস্ত অভিষেক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা