একই দিনে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট দল ঘোষণা করেছে ভারত।নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এই পূর্ণাঙ্গ সিরিজ।
ভারতের টি টোয়েন্টি দলে নতুন মুখ দেখা গেলেও টেস্ট দলে কোনো চমক নেই। প্রোটিয়াদের বিপক্ষে যে দলটা পাঁচ দিনের ফরম্যাটে নেমেছিল, সেই একই দল ধরে রাখা হয়েছে। টি-টোয়েন্টিতে বিরাট কোহলি না থাকলেও সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষে খেলবেন তিনি।
তবে এই দলে সুযোগ হয়নি সম্প্রতি রাঁচি টেস্টে দারুণ বোলিং করা শাহবাজ নাদিমের। অভিষেক টেস্টের শুরুটা করেছিলেন দুটো মেডেন ওভার নিয়ে।
রাঁচী টেস্টের আগে কুলদীপ যাদব কাঁধে চোট পাওয়ায় শেষ মুহূর্তে ডাক পেয়েছিলেন নাদিম। উল্লেখ্য, ওই টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ভারত। বাংলাদেশের জন্য তাই টেস্ট সিরিজটা খুবই কঠিন হতে যাচ্ছে।
ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বকাপের আদলে টেস্টেও প্রতিযোগিতা বাড়াতে শুরু হয়েছে আইসিসির বৈশ্বিক লিগ টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুই বছর ধরে অনুষ্ঠিত হবে এ লিগ, যেখানে খেলবে ৯টি দল। এ প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের শুরুটা করছে ভারত সফর দিয়ে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই কোনো পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে সেরা দল নিয়েই মাঠে নামছে প্রতিবেশী দেশটি।
১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। কলকাতার টেস্ট ম্যাচটি দিবা-রাত্রির হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনিশ পাণ্ডে, শ্রেয়াস আয়ার, শিভাম দুবে, সঞ্জু স্যামসন, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর।
ভারতের টেস্ট দল : বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্থ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা