বাংলাদেশের নতুন পররাষ্ট্রসচিব হলেন মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসুদ বিন মােমেন সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হকের স্থলাভিষিক্ত হলেন। তিনি ৩০ ডিসেম্বর অবসরে গেছেন।
মাসুদ বিন মোমেন ১৯৮৫ সালে বিসিএস ক্যাডার (পররাষ্ট্র) এ যোগদান করেন। তিনি নিউ ইয়র্ক, ইসলামাবাদ, নিউ দিল্লী, কাঠমাণ্ডুসহ বিভিন্ন বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।
পররাষ্ট্রসচিব হবার আগে তিনি ইতালি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
মাসুদ বিন মোমেন বোস্টনের টাফটস ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম এ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি ব্যক্তিজীবনে বিবাহিত এবং দুই সন্তানের পিতা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা