অনলাইন ডেস্ক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৯ রানের পুঁজি গড়ে দেশের মেয়েরা। ৬ চারে ৫৪ বলে ৫৬ রান করেন উদ্বোধনী ব্যাটার মুর্শিদা। চারে নেমে ১ ছক্কা ও ৬ চারে ৩৪ বলে ৫৩ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস খেলেন ম্যাচ সেরা হন নিগার। শেষে ৮৭ রানে থামে তাদের জুটি।
জবাবে প্রতিপক্ষ মালয়েশিয়া লাল-সবুজের প্রতিনিধিদের কাছে গুটিয়ে যায় স্রেফ ৪১ রানে! ১৩ রানে ৩ উইকেট হারানো মালয়েশিয়া আর খেলায় ফিরতে পারেনি। মালয়েশিয়ার একজন ব্যাটারও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। পাঁচজন তো ফেরেন শূন্য রানে।
দ্বিতীয় বোলার হিসেবে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক করেন তৃষ্ণা। ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট পান বাঁহাতি এ পেসার। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে অভিষেকে প্রথম এই কীর্তি গড়েছিলেন নেপালের অঞ্জলি চাঁদা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা