দীর্ঘ ৮ বছর পর ফের বাংলাদেশের মাটিতে খেলতে আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসবেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরোরা।
এছাড়া, ঢাকায় প্যারাগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভেনেজুয়েলাও।
প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যারাগুয়ের আনুষ্ঠানিক পেজ থেকে ঘোষণা দেয়া হয়েছে এ দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচের সূচি।
আগামী ১৫ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে প্যারাগুয়ে। তিন দিন পর দু’বারের বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
প্যারাগুয়ের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হলেও, এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি।
২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসে প্রীতি ম্যাচ খেলে গিয়েছে আর্জেন্টিনা। সেবার মেসি, হিগুয়াইনরা খেলেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে। জিতেছিলেন ৩-১ গোলের ব্যবধানে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা