অনলাইন ডেস্ক
শরণার্থী উচ্ছেদ করতে মরিচঝাঁপিতে খাবার ও পানি বন্ধ করে দেয়া হয়। দেওয়া হয় ঘরে ঘরে আগুন। নৌকা ডুবিয়েও নির্বিচারে মানুষ হত্যার ঘটনা ঘটে। এতে করে তৎকালীন ভারতের রাজ্য সরকার নিন্দা প্রকাশ করলেও তাদের কিছু যায় আসেনি।
১৯৭৯ সালের ১৬ মে তারা মরিচঝাঁপিকে উদ্বাস্তু শূন্য করতে সক্ষম হন। সরকারি হিসেবে, সেখানে মোট নিহতের সংখ্যা মাত্র দুই জন হলেও বিভিন্ন হিসেবে মৃতের সংখ্যা হাজার ছাড়ায়।
মরিচঝাঁপির সেই গণহত্যা অবলম্বনেই সুকর্ন সাহেদ ধীমান নির্মাণ করতে চলেছেন চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’। জানা গেছে, সিরিজটির প্রেক্ষাপট ইতিহাস নির্ভর হলেও সিরিজটি ফিকশনাল। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, সিদ্দিক আহমেদ ও রোমেল রহমান। নির্মাতা জানিয়েছেন, ইতিহাসের সঙ্গে নিজের দেখা চরিত্র, নিজের জানা ঘটনা, নিজের অঞ্চলের গল্প সিরিজে তুলে ধরেছেন তিনি।
শনিবার রাতে প্রকাশ পেয়েছে সিরিজটির অ্যানাউন্সমেন্ট টিজার। পুরো টিজারে ছোট ছোট দৃশ্যে বোঝানো হয়েছে গল্পটির অঞ্চলগত বৈশিষ্ট্য। ছোট-বড় নৌকা, ঘন জঙ্গল, কিছু মানুষের ধস্তাধস্তি, উদযাপনের মতো দৃশ্যও আছে টিজারে। তবে এসবের ব্যাখ্যা এখনই দিতে চাননি পরিচালক।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেই আসছে ‘ফেউ’। মুক্তির তারিখ দ্রুতই জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা