অনলাইন ডেস্ক
অবশেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে গ্যালারিতে ফিরছে দর্শক। তবে মাঠের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শকের জন্য টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৯ নভেম্বর। এ ম্যাচের টিকিট ১৮ নভেম্বর পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামস্থ বুথে। টিকিট মিলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
টিকিট বিক্রি হবে ৫ ক্যাটাগরিতে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা। ১০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট, সাউদার্ন এবং নদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য দেড়শ টাকা, ক্লাব হাউজ ৩০০ এবং ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য পাঁচশত টাকা। এ ছাড়া সর্বোচ্চ ১ হাজার টাকা মূল্যে পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।
টিকিট যদি সব বিক্রি না হয়, তাহলে ম্যাচের দিন স্টেডিয়াম সংলগ্ন বুথে (এক নম্বর গেট সংলগ্ন) বিক্রি হবে অবিক্রিত টিকিট। তবে টিকিট পাওয়ার শর্ত হলো দুই ডোজ করোনা প্রতিরোধী টিকা নেয়ার সনদ দেখাতে হবে।
১৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরদিনই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর শেষ ম্যচটি হবে একদিন বিরতি দিয়ে ২২ নভেম্বর। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়। শুধু মিরপুর শের-ই-বাংলা নয়, দর্শকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও। এই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্টটি শুরু হবে ২৬ নভেম্বর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা