বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আতঙ্কিত সাধারণ মানুষ। ভারতে করোনা রোগী সনাক্ত হবার পর এর প্রাদুর্ভাব ঠেকাতে পর্যটক ভিসাসহ সব ধরনের ভিসা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বুধবার (১১ মার্চ) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর সে দেশে যাওয়ার ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা। কমে গেছে আন্তর্জাতিক রুটে ট্রেনের টিকিটের চাহিদা।
এমন ঘোষণা আসার পর ১৪ মার্চ থেকে কলকাতা-দিল্লি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদি দিল্লিতে কোন যাত্রী থাকে তাহলে তাদের ১৫ মার্চ একটি ফ্লাইটে ফিরিয়ে আনা হবে।
অন্যদিকে, ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার পর প্রতি সপ্তাহে ভারতে চলাচলকারী ২৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে ভারত সব দেশের ভিসা অকার্যকর ঘোষণার পর ঢাকা-কোলকাতা মৈত্রী ট্রেনের টিকিট বিক্রি কমে গেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা