বাংলাদেশ ক্রিকেট দল বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। সিরিজের প্রথম টি২০ রবিবার এখানকার অরুণ জেটলি স্টেডিয়ামে।
তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০ এখানে হওয়ার পরে বাকি দু’টি হবে রাজকোট ও নাগপুরে।
বাংলাদেশ দুই প্রধান ক্রিকেটারকে ছাড়াই খেলতে এসেছে। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নির্বাসিত করেছে আইসিসি।
এদিকে অভিজ্ঞ ব্যাটিং তারকা ও ওপেনার তামিম ইকবালও সিরিজে দলের সঙ্গে থাকতে পারছেন না ব্যক্তিগত কারণে। তাঁর দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা কিছুদিনের মধ্যেই। এই অবস্থায় পরিবারের সঙ্গে থাকতে চেয়ে নিজেকে জাতীয় দল থেকে সরিয়ে নিয়েছেন তিনি।
টি২০ সিরিজে শাকিব আল হাসানের অনুপস্থিতির কারণে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লা। দলে সাকিবের পরিবর্তে আনা হয়েছে তাইজুল ইসলামকে।
এদিকে চোটের জন্য টি২০ সিরিজ থেকে ছিটকে যাওয়া মহম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে আবু হায়দার রনিকে দলে নেওয়া হয়েছে।
ভারতীয় দলেও নেই বিরাট কোহলি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে রোহিত শর্মা সিরিজে ভারতীয় দলের অধিনায়ক। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় অলরাউন্ডার শিবম দুবে।
বিসিসিআইকে ম্যাচটি দিল্লি থেকে সরিয়ে নেওয়ার আর্জি জানানো হয় এখানকার বাতাসে অতি মাত্রায় দূষণের পরিমাণের জন্য। কিন্তু বোর্ড ম্যাচ সরাতে রাজি না হওয়ায় এখানেই খেলবে দুই দল।
টি২০ সিরিজ ছাড়াও ভারতে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর ইন্দোরে। দ্বিতীয় ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেনসে। এখানেই ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা