বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জব্দ করা হয়েছে । বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, কোস্ট গার্ডের স্টেশান চাঁদপুর রাজধানীর চকবাজার থানাধীন ছোটকাটরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ৫০ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকরা কারেন্ট জালের আনুমানিক মূল্য ত্রিশ কোটি টাকা মাত্র।
গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার লেঃ এ এস এম লুৎফর রহমান, (এক্স), বিএন এর নেতৃত্বে চকবাজারে চক মোগলটুলী এলাকার তিনটি গুডামে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন সময় সৈয়দ মোঃ আলমগীর, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স উপস্থিত ছিলেন।
পরবর্তীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহাররোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা