অনলাইন ডেস্ক
কাতারের সাথে বাংলাদেশের ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমস্ত্রী শেখ হাসিনার সাথে সফররত কাতারের আমিরের বৈঠক শেষে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
সই হওয়ার পাঁচটি চুক্তি হলো- দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা ও যৌথ ব্যবসা পরিষদ গঠন।
সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে- শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।
এদিন বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে কাতারের আমির সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন শেখ তামিম বিন হামাদ আল থানি।
আরোও পড়তে পারেন : শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা