অনলাইন ডেস্ক
ঘোষিত সূচি অনুযায়ী জিম্বাবুয়ে সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর একটি টেস্টের আগে ও অপরটি ওয়ানডে সিরিজের আগে। সিরিজে একমাত্র টেস্টের আগে টাইগাররা দুই দিনের প্রস্তুতি ম্যাচটি খেলবে ৩-৪ জুলাই। আর ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচটি গড়াবে ১৪ জুলাই।
৭-১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি গড়াবে। একমাত্র সিরিজের টেস্ট শেষে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের মোট ছয়টি ম্যাচ।
প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুলাই। দ্বিতীয়টি ১৮ ও তৃতীয়টি ২০ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে দুই দিনের বিরতির পর ২৩ জুলাই গড়াবে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি। দ্বিতীয়টি ২৫ ও তৃতীয় এবং শেষটি অনুষ্ঠিত হবে ২৭ জুলাই।
টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টায়), টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা)।
মহামারিকালে অনুষ্ঠেয় এই সিরিজটি পুরোদস্তুর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। দুই দল সিরিজ ও সংশ্লিষ্টদের কোভিড মুক্ত রাখতে বাইরের জগৎ থেকে তাদের আলাদা করে রাখা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা