অনলাইন ডেস্ক
শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ক্রোক স্লুইস এলাকা থেকে হরিণের মাংসসহ ট্রলার জব্দ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বরগুনা সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ক্রোক স্লুইস এলাকায় কবির নামে এক ব্যক্তি সুন্দরবন থেকে হরিণের মাংস সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করছে। ঘটনা শুনে সেখানে ফোর্স পাঠায় পুলিশ। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে কবির পালিয়ে যায়। তাৎক্ষণিক একটি ট্রলার জব্দ করে পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরে ট্রলার তল্লাশি করে ৪টি বস্তায় রাখা ১২০ কেজি হরিণের মাংস উদ্ধার করে তারা।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আহমেদ বলেন, জব্দকৃত মাংস আমরা বন বিভাগের কাছে হস্তান্তর করবো এবং আসামি যেহেতু পলাতক; আমরা তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
হরিণের মাংস পাচারকারি ও ট্রলার মালিকের নাম মো. কবির (৩৫)। সে বরগুনা সদর উপজেলার গুলিশালী গ্রামের আলী হোসেনের পুত্র।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা