অনলাইন ডেস্ক
শনিবার সকাল ৮টার দিকে উদ্ধারের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধারকাজে নিয়োজিত উদ্ধারকারী জাহাজ হামজা’র কমান্ডার এসএম ছানোয়ার হোসেন বলেন, ফেরিডুবির পর থেকেই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে উদ্ধারকারী জাহাজ হামজা কর্তৃপক্ষ। উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিনে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনটি ট্রাক উদ্ধার করা হয়। এখনো নদীতে ডুবে আছে আরও দুইটি ট্রাক।
এদিকে শুক্রবার সন্ধ্যা নাগাদ উদ্ধারকারী অপর জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছানোর কথা থাকলে যথা সময়ে আসতে পারেনি। দুপুরের মধ্যে রুস্তম ঘটনাস্থলে এসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। স্রোতের বিপরীতে আসতে হচ্ছে বলে রুস্তম নামের জাহাজটি ঘাট এলাকায় আসতে বিলম্ব হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
উদ্ধারের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, বুধবার সকালে ১৪টি ট্রাক-কাভার্ডভ্যান নিয়ে ফেরিঘাট এলাকার ৫ নাম্বার পন্টুনে এসে ডুবে যায় আমানত শাহ নামের বড় একটি ফেরি।
এরপর থেকে সেখানে ফায়ার সার্ভিস, নেভি এবং বিআইডব্লিউটিএ এর উদ্ধারকর্মী এবং ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনদিনের অভিযানে ১২টি ট্রাক-কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। ডুবে থাকা বাকী দুইটি ট্রাক উদ্ধারে ফের অভিযান চলছে। আজকে ডুবে থাকা ট্রাক দুটি উদ্ধার করা সম্পন্ন হবে বলে জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা