অনলাইন ডেস্ক
ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে কক্সবাজারের রামুতে ফের ৪১ জন রোহিঙ্গা আটক হয়েছেন।
শুক্রবার (৬ আগস্ট) বিকেলে রামু উপজেলা প্রশাসনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বসানো চেকপোস্টে এসব রোহিঙ্গা আটক হন।
এরাসহ গত একমাসে শুধুমাত্র রামুতে আটক হয়েছেন ৪৭৫ জন রোহিঙ্গা।
এদের মধ্যে পাঁচজন ছাড়া বাকিদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
রামু সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা জানান, শুক্রবার উপজেলার রশিদনগর থেকে ১০ জন, জোয়ারিয়ানালা থেকে ১০ জন ও রামু বাইপাস ফুটবল চত্বর থেকে ২১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পাঁচজন ছাড়া বাকিদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রায় প্রতিদিন রোহিঙ্গা উপজেলা প্রশাসনের চেকপোস্টে আটক হচ্ছে। গত এক মাসে এর সংখ্যা ৪৭৫ জন।
কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রামুর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসানোর কারণেই রোহিঙ্গা আটক হচ্ছে এ কথা জানিয়ে রিগ্যান চাকমা জানান, চেকপোস্টগুলোতে গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। মূলত গ্রাম পুলিশরা স্থানীয় হওয়ায় সহজে রোহিঙ্গাদের চিনতে পারেন। সে কারণে প্রায় প্রতিদিনই রামুতে রোহিঙ্গারা আটক হচ্ছেন। এটা স্থানীয়দের জন্য বিরাট হুমকি।
মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হলেও মাত্র কয়েক বছরের মধ্যে স্থানীয়দের জন্য রোহিঙ্গারা বিষফোঁড়ায় পরিণত হয়েছে। এমন ভয়াভয় পরিস্থিতিতে গণহারে রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালিয়ে আসছে। এটা স্থানীয়দের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি মাস্টার মো. আলম।
তিনি বলেন, রোহিঙ্গা পলায়ন ঠেকাতে প্রশাসন কঠোর না হলে ভবিষ্যতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হবে।