দক্ষিণ-পূর্ব এশিয়াতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াতে ফিলিপাইনে ৬৭০ এরও বেশি স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
টেস্টিং কিটস এবং সুরক্ষা সামগ্রীর অভাবে দেশটিতে ৫০ মিলিয়ন লকডাউনের আয়ত্তে রয়েছে। দেশটির দুটি বড় হাসপাতাল-মেডিকেল সিটি এবং ইউনিভার্সিটি অব সান্টো টমাস হসপিটাল এ ৬৭৪ স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে ২ জন চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মারিয়া তেরেসা দেপানো নামে এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন ‘তাদের মৃত্যু সংবাদ শোনা আমাদের জন্য দু:খজনক। দায়িত্ব পালন করতে গিয়ে আমরা নিজেদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছি।’
ইন্দোনেশিয়াসহ এই অঞ্চলের দেশগুলোতে নতুন নতুন আক্রান্তের খবর ছড়িয়ে পড়ছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট জোকো উইডোডো জানান যে দ্রুত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। নতুন রোগীর আশঙ্কায়, দেশটির এথলেট ভিলেজ কে ইমার্জেন্সী হাসপাতালে রুপান্তর করা হয়েছে এবং সেখানে ৪০০০ রোগীর থাকার ব্যবস্থা হবে।
এই মুহুর্তে দেরিতে সাড়া দেয়া দেশ ইন্দোনেশিয়াতে এই পর্যন্ত ৪৮ জনের মৃত্যু এবং ৫১৪ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।
ফিলিপাইনে ৩৯৬ জনের আক্রান্তের খবর রেকর্ড করা হয়েছে এরমধ্যে মারা গেছে ৩৩ জন। কিন্তু দেশটিতে হাজার হাজার লোক আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
স্বাস্থ্যকর্মকর্তারা জানান ম্যানিলার হাসপাতালগুলো সাহায্যের আবেদন করছে কারণ সরবরাহের এবং ফান্ডের অভাবে এই ভাইরাস পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম এর অভাব দেখা দিয়েছে। তারা জানায় দেশটি আন্তর্জাতিক দাতাদের কাছে থেকে অর্থ সংগ্রহ করছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সিটি গভর্নর এনিয়েস বাসদেয়ান পরবর্তী ২ সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করার পর দেশটিতে করোনা ভাইরাস রোধ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সেখানকার সব বিনোদন কেন্দ্র বন্ধ করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো যথা সম্ভব বন্ধ রাখতে বলা হয়েছে।
গত রবিবার মালয়েশিয়াতে ১৩০৬ জন আক্রান্ত হবার পর দেশটিতে ২ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুনভাবে সংক্রমিত লোকজন কুয়ালালামপুর এর একটি মসজিদ ও গণসমাবেশে যোগদানকালে সংক্রমিত হয়। সেখানে ১৬ হাজার লোক উপস্থিত ছিল। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০ জন।
গত সোমবার নতুন ১২২ জন নিয়ে থাইল্যান্ড এ মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭২১ এ। দেশটির রাজধানী ব্যাংকক এ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। হাজার হাজার কর্মী এই সপ্তাহে শহর ত্যাগ করেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা