ফিজিয়াট্রি হচ্ছে মেডিকেল সাইন্সের একটি বিশেষ শাখা। যেটার মাধ্যমে শূধু ওষুধ দিয়ে নয়, ব্যায়ামসহ অন্যান্য বিভিন্ন ধরণের যে কার্যক্রম আছে সেগুলোর মাধ্যমে মানুষের ব্যথা বেদনা থেকে শুরু করে অনেক কিছু উপশম করা যায়।
রবিবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক ফিজিয়াট্রিক ডে উপলক্ষে আয়োজিত র্যালিতে একথা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগ আজকে (রবিবার) এই দিবসটি পালন করেছে । একটা রালীর মাধ্যমে এবং বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে। এতে বিভাগের চেয়ারম্যানসহ, শিক্ষকবৃন্দ এবং ট্রেইনীবৃন্দ অংশগ্রহণ করেন এবং এতে জ্ঞানের পরিধি বেড়েছে। এতে করে রোগীদের সেবায় এ জ্ঞানের বহি:প্রকাশ ঘটবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, এটার মাধ্যমে এই বিভাগ সম্পর্কে চিকিৎসকদের মাঝে, চিকিৎসা সেবা প্রদানকারী যারা আছে তাদের মাঝে এবং জনগণের মাঝে এই বিভাগ সম্পর্কে, বিষয়টি সম্পর্কে জনসচেতনতা তৈরি করা দিবসটি পালনের মুখ্য উদ্দেশ্য।
আরও পড়ুন: শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টি বিষয়ে ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিশ্ব ফিজিয়াট্রি দিবস উপলক্ষে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে বৈজ্ঞানিক অধিবেশন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার ও সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।
কী নোট স্পিকার ছিলেন প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ। সভাপতিত্ব করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ তছলিম উদ্দিন।
র্যালি ও বৈজ্ঞানিক অধিবেশনে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. শামসুন নাহার, অধ্যাপক ডা. মোঃ এ কে এম সালেক, অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. এম এ শাকুর, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান, সহযোগী অধ্যাপক ডা. মশিউর রহমান খসরু প্রমুখসহ উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট চিকিৎসক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা