ফরিদপুর সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম হাদী, তাঁর মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, স্বজন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন।
২০১৯ সালে রেল দুর্ঘটনায় মারা গেছে ৪২১ জন
করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ছয়জন নিহত হন।
ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা