অনলাইন ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও আর্সেনালের পর আরেক বড় দল ম্যানচেস্টার সিটিও ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুভসূচনা করল। স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসিকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে টানা পঞ্চম লিগ শিরোপা জয়ের মিশন শুরু করল পেপ গার্দিওলার দল।
উদ্বোধনী ম্যাচেই গোল পেলেন সিটির গোলমেশিনখ্যাত আরলিং হালান্ড। তার গোলেই শুভসূচনা পেপ গার্দিওলার দলের। অন্য গোলটি করেন মাতেও কোভাচিস।
চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রায় ৪০ হাজার দর্শক পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়লো। এ নিয়ে সিটির জার্সিতে শততম ম্যাচ খেললেন আরলিং হালান্ড। এই ১০০ ম্যাচে তিনি গোল করেছেন ৯১টি। ম্যাচের ১৮তম মিনিটেই সিটিকে মৌসুম শুরুর গোল উপহার দেন হালান্ড। বার্নার্ডো সিলভার কাছ থেকে বল পেয়ে চেলসির মার্ক চুচুরেলা এবং ওয়েসলি ফোফানাকে কাটিয়ে দারুণ শটে পরাস্ত করেন ব্লুজদের গোলরক্ষক রবার্ট সানচেজকে।
স্কাই স্পোর্টসকে ম্যাচের পর হালান্ড বলেন, দতিন পয়েন্ট, পারফেক্ট স্টার্ট হলো আমাদের। আমি জানি সত্যি কী করতে হবে। আমি মনে করি, এটা সত্যিই দারুণ এক গোল ছিল। মনে পড়ে, গত বছর সে (রবার্ট সানচেজ) দারুণ একটি গোল সেভ করেছিলো আমার বিপক্ষে। যা আমাকে দারুণ যন্ত্রণা দিয়েছিলো। সত্যিই এবার দারুণ একটি গোল করলাম।‘মাতেও কোভাচিস ৮৪ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যানসিটির জয় নিশ্চিত করেন।