দক্ষিণ আফ্রিকায় আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য বাংলাদেশের দু’জন আম্পায়ারকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এই প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থা আইসিসির ইভেন্ট পরিচালনার জন্য বাংলাদেশের দুইজন আম্পায়ারকে নিয়োগ দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
আইসিসি’র নিয়োগ পাওয়া এই দুই আম্পায়ার হলেন-মাসুদুর রহমান মুকুল ও সরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত ।
বাধ্যতামূলক চারদিনের টেস্টের কথা ভাবছে আইসিসি
আজ মঙ্গলবার তারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। তারা বিসিবি’র আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে থাকলেও এর আগে আইসিসির কোন ইভেন্টেই আনুষ্টানিক দায়িত্ব পাননি।
এবারের ইভেন্টে মুকুল চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন। আর সৈকত পরিচালনা করবেন তিনটি ম্যাচ। এর বাইরে বিভিন্ন ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারেরও দায়িত্ব পালন করবেন এই দুই বাংলাদেশী।
আগামী ১২ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হবে এই যুব বিশ্বকাপ।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা