অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এই প্রথম দ্বিশতক জুটি পেল স্বাগতিকরা। ২০ বছর আগের রেকর্ডটি ভেঙ্গেছেন করুনারত্নে-থিরিমান্নে জুটি। ২০০১ সালে টাইগারদের বিপক্ষে ১৪৪ রানের পার্টনারশিপের রেকর্ড গড়ে ছিলেন সনাৎ জয়াসুরিয়া ও মারভান আতাপাত্তু জুটি।
শ্রীলঙ্কার হয়ে এই প্রথম টানা তিন ইনিংসে শতরানের পার্টনারশিপ গড়লেন করুনারত্নে-থিরিমান্নে। সব মিলিয়ে মুমিনুলদের বিপক্ষে লঙ্কানদের এটি নবম দুইশ ছোঁয়া জুটি। টাইগারদের বিপক্ষে সমান সংখ্যাক দ্বিশতক পার্টনারশিপ রয়েছে দক্ষিণ আফ্রিকারও। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার দুই ওপেনার দিনভর বাংলাদেশি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। বাংলাদেশি বোলারদের ধারহীন বোলিং আর একের পর এক ক্যাচ মিস লঙ্কান ওপেনারদের বড় স্কোর করার সুযোগ করে দিয়েছে। ১৬৫ বলে তিন অংক স্পর্শ করেন করুনারত্নে। এরপর ১৯০ বলে ১৫ চারে ১১৮ রানে তাকে লিটন দাসের গ্লাভসবন্দি করেন অভিষিক তরুণ পেসার শরিফুল ইসলাম।
শরিফুলের কল্যাণেই দিনের দ্বিতীয় সেশনের শেষ মুহূর্তে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। এজন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৬৩.১ ওভার! অপর ওপেনার লাহিরু থিরিমান্নেও ২১২ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন। দিনশেষে অপরাজিত আছেন ২৫৩ বলে ১৪ বাউন্ডারিতে ১৩১ রানে। তার সঙ্গী ওসাদা ফার্নান্দোও ৯৮ বলে ৪০ রানে অপরাজিত। একমাত্র আবু জায়েদ রাহি (৪৭ রান) ছাড়া বল হাতে বাংলাদেশের বাকি চার বোলারই হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা