অনলাইন ডেস্ক
প্রথমবারের মত আয়োজিত ক্রিকেটের নতুন ফরমেট ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। লর্ডসে শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ হারিয়ে শিরোপা ঘরে তুলেছে জেমস ভিন্সের দল।
ব্রেভের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেও ফিনিক্সকে জেতাতে পারেননি লিয়াম লিভিংস্টোন।
এই সপ্তাহের শুরুতে ব্রেভে যোগ দেওয়া টিম ডেভিড ৬০ মিটার দূর থেকে সরাসরি হিটে রানআউট করেন তাকে। ইঞ্চিখানেক দূরে দূরে থাকায় দুর্ভাগ্য বরণ করতে হয় লিভিংস্টোনকে।
তখনো ফিনিক্সের ৫৫ বলে দরকার ছিল ৯৯ রান। কিন্তু ব্রেভের বোলিং নৈপুণ্যের সামনে আর লড়াই করতে পারেনি তাদের কেউ। শিক্ষক থেকে দ্য হান্ড্রেড তারকা বনে যাওয়া জ্যাক লিনটটের বলে আউট হওয়ার আগে ফিনিক্সের হয়ে ৩০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে মঈন আলীর ব্যাট থেকে। ফিনিক্স থামে ৫ উইকেটে ১৩৬ রানে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আইরিশ তারকা পল স্টার্লিংয়ের ৩৬ বলে ঝোড়ো ৬১ রানের সুবাদে ৫ উইকেটে ১৬৮ রান করে ব্রেভ। এছাড়া ১৯ বলে ৪৪ রানের দানবীয় ইনিংস খেলেন রস হোয়াইটলি।
অন্যদিকে একই ভেন্যুতে প্রথম খেলায় মেয়েদের দ্য হান্ড্রেড ফাইনালে সাউদার্ন ব্রেভকে ৪৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওভাল ইনভিন্সিবলস। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১২১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ওভাল। জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতেই ৭৩ রানে গুটিয়ে যায় ব্রেভ।
সংক্ষিপ্ত স্কোর
সাউদার্ন ব্রেভ: ১৬৮/৫ (১০০ বল): স্টার্লিং ৬১ (৩৬), হোয়াইটলি ৪৪* (১৯)
ফিনিক্স: ১৩৬/৫ (১০০ বল): লিভিংস্টোন ৪৬ (১৯)
ব্রেভ ৩২ রানে জয়ী।