অনলাইন ডেস্ক
সোমবার (১৫ জুন) দুপুরে ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ব্যাংক কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। শহরের ঝিলটুলী দক্ষিণ কালিবাড়ি মহল্লায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে আরো যোগ দেন এফবিসিসিআই’র সহ-সভাপতি রেজাউল করিম।
এসময় ফজলে ফাহিম বলেন, ‘রপ্তানি, কৃষি, বৃহৎ শিল্প, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এ প্রণোদনা দেওয়া হবে। সরকার দেশের অর্থনৈতিক ও সামাজিক সেক্টর টিকিয়ে রাখতে চাইছে। আমরাও চাইছি দেশের ব্যাংকিং সেক্টর যেনো আমাদের পাশে থাকে। গ্রাহকদের যেনো সহযোগিতা করা হয়। চলমান করোনা পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু বড় ব্যবসায়ী সকলেই ক্ষতিগ্রস্ত।’
ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোক্তাদের লোন সুবিধা দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাংকারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বিনিয়োগকৃত টাকা যাতে ঝুঁকিতে না পড়ে সেজন্য স্থানীয় চেম্বার অব কমার্স এর সাথে আলোচনা করবেন। তারা সকল ধরণের সহযোগিতা ব্যাংক ও ক্ষুদ্র উদ্যোক্তা উভয় পক্ষকেই করবেন।’
ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- এফসিসিআই এর পরিচালক আওলাদ হোসেন বাবর, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা ও জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. হাবিবুর রহমান প্রমুখ।
এসময় এফসিসিআই পরিচালক নজরুল ইসলাম ও নাজমুল ইসলাম খন্দকার লেভীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা