অনলাইন ডেস্ক
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করা পেলের সঙ্গে মেসির ব্যবধান আর মাত্র একটি গোলের। সান্তোসে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেছেন ব্রাজিলিয়ান গ্রেট। স্বদেশী ক্লাবে তার গোলসংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম দেপোর্তিভো মুন্দো বলছে পেলে ১৮ বছরে সান্তোসে গোল করেছেন ৬৪৩টি। আর মেসি ২০০৪ থেকে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতায় এদিন করেছেন ৬৪২তম গোল।
প্রায় তিন সপ্তাহ পর গোলের দেখা পেলেন মেসি। সবশেষ ২৯ নভেম্বর ওসাসুনার বিপক্ষে ৪-০ তে লা লিগা জয়ের ম্যাচে লক্ষ্যভেদ করেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। হয়তো এই বছর শেষ হওয়ার আগে পেলেকে টপকে যেতে পারবেন এলএমটেন। রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া, রিয়াল ভায়াদোলিদ ও এইবারের বিপক্ষে লিগ ম্যাচ খেলে ২০২০ সাল শেষ করবে বার্সা।
এদিন শুধু মেসি নয়, কাতালুনিয়াদের হলে মাইলফলক স্পর্শ করেছেন সার্জিও বুশকেটস। সব প্রতিযোগিতায় বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে এখন তার অবস্থা যৌথভাবে চতুর্থ, ৫৯৩তম ম্যাচ খেলে তিনি এখন কার্লেস পুয়োলের পাশে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা