অনলাইন ডেস্ক
এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হলেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। এর আগে ২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে হেরেছিলেন। ২০১৮ সালে খুলনা সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বার মেয়র হন। বর্তমানে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার খালেক।
এর আগে, সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। দুই একটি তুচ্ছ ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোটগ্রহণ। এবার প্রথমবারের মতো খুলনা সিটির সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে।
এদিকে, বরিশাল সিটিতে ভোটগ্রহণের সময় ঘটা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার প্রতিবাদে খুলনা সিটিতেও নির্বাচনের ফলাফল বর্জন করেছে ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলনে ডাক দেয় আসন্ন সিলেট ও রাজশাহী সিটির নির্বাচন বর্জনেরও। সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেছে সংগঠনটি।
উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা