অনলাইন ডেস্ক
সরকারি অফিস সময় বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত । কিন্তু পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন কাজ করতে হয় বিকেল ৫টা কিংবা সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আগারগাঁও পাসপোর্ট অফিসের সব কক্ষের সামনেই এখন প্রচুর সংখ্যক মানুষের ভীড়। ছবি তোলা, আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ও তথ্য যাচাই বাছাই করে একজন আবেদনকারীর কাজ শেষ করতে সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট। এতে সময় গড়ানোর সাথে মানুষের সারি আরো দীর্ঘ হয়।
পাসপোট অফিসের কর্মকর্তারা জানান, একজন কর্মচারি সারাদিনে ২৫ থেকে ৩০ জন আবেদনকারীর বায়োমেট্রিক করতে পারে। কিন্তু সেবা প্রার্থীদের চাপের কারণে তাকে শতাধিক আবেদনকারীর বায়োমেট্রিক করতে হচ্ছে।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, যতক্ষণ পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীরা থাকেন, ততক্ষণ কাজ করতে বাধ্য হন তারা। জনবল নিয়োগের বিষয়টি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
পাসপোর্ট সেবা প্রত্যাশীদের শুধু আগারগাঁও অফিসে ভীড় না করে নিজ নিজ জেলায় আবেদন করার আহবান জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা