অনলাইন ডেস্ক
পাবনায় মাচা পদ্ধতিতে ‘ব্ল্যাক বেবি’ তরমুজ চাষ করা হচ্ছে । অসময়ে এই তরমুজের আবাদ করে ব্যাপক সাড়া ফেলেছে বেশ কয়েকজন কৃষক। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি তারা। এই পদ্ধতিতে তরমুজ আবাদে পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি বিভাগ।
তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও এখন সারা বছর হয় এমন জাতের তরমুজ চাষ হচ্ছে। পাবনায় মাচা পদ্ধতিতে ‘ব্ল্যাক বেবি’ তরমুজ চাষ করে সফল হয়েছেন সদর উপজেলার বেশ কয়েকজন কৃষক।
এক বিঘা জমিতে এ তরমুজ আবাদে সার, বীজ, মাচা ও নেটসহ খরচ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এ ফল বিক্রি করে লাভ হয়েছে এক লাখ টাকারও বেশি। মাচা পদ্ধতিতে তরমুজ আবাদে উদ্বুদ্ধ হয়ে অনেকেই বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় এর আবাদ করছেন।
বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় মাচা পদ্ধতিতে এই তরমুজ আবাদে কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা।
সারাদেশে এই পদ্ধতিতে তরমুজ চাষ করা গেলে বছরজুড়ে এই রসালো ফলটি সহজেই পাওয়া যেত বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা।