অনলাইন ডেস্ক
শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ভারতীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী অন্তত আট সন্ত্রাসী নিহত হয়েছেন।
পাকিস্তানের আইএসপিআর বলেছে, বান্নু জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে সেনাসদস্যরা সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর আঘাত হানে এবং তীব্র গোলাগুলির পর ভারতীয় পৃষ্ঠপোষক ফিতনা আল-খারিজের আট সদস্যকে নরকে পাঠানো হয়।
আইএসপিআর বলছে, ভারত-সমর্থিত খারিজিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা আরও দৃঢ় করেছে। তারা এ অঞ্চলে গোয়েন্দা-নির্ভর অভিযান উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। অত্যন্ত সমন্বিত এসব নিরাপত্তা পদক্ষেপ খারিজি গোষ্ঠীগুলোর কার্যক্রমে লাগাম টানছে। এর মাধ্যমে তাদের সহায়তাকারী নেটওয়ার্ক ধ্বংস ও পুনর্গঠনের সক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে।
‘‘এই সব অভিযানে সরাসরি সাফল্য মিলছে; যা শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথে বড় ভূমিকা রাখছে।’’ দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বান্নুতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপ জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা