অনলাইন ডেস্ক
পাকিস্তানকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার যুবারা। অজিদের করা ৭ উইকেটে ২৭৬ রানের জবাবে ১৫৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ক্যাম্পবেল কেলাওয়েকে সাথে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন টিগুয়ে উইলি। এরপর ২য় উইকেটে কোরি মিলারের সাথে আরও ১০১ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন টিগুয়ে। তার ৭১ রানের পাশাপাশি মিলার করেন ৬৪ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৭৬ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই হোচট খায় পাকিস্তান। অজি বোলারদের দাপটে লড়াই করতে পারেনি কেউই। ৯ম স্থানে ব্যাট করতে নামা মেহরান মুমতাজ করে ইনিংস সর্বোচ্চ ২৯ রান। ৩৫ ওভার এক বলে ১৫৭ রানে অল আউট হয় পাকিস্তান।
আরোও পড়তে পারেন : প্রোটিয়া কিংবদন্তিকে অনুসরণ ও যে কৌশলে নিজেকে বদলেছেন শামীম