অনলাইন ডেস্ক
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেলে এ ঘটনা ঘটে
এ প্রসঙ্গে আছিয়া খাতুনের পুত্রবধূ রওশন আরা বলেন, আমার শাশুড়ি ও স্বামীসহ সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর বুথে দ্বিতীয় ডোজ টিকার জন্য কার্ড জমা দেওয়া হয়। কার্ড ফেরত দেওয়ার পর টিকা নেওয়ার কক্ষে গেলে প্রথমে আমার শাশুড়ির ডান হাতে একটি টিকা দেয়। এরপর আমি টিকা নিয়ে এসে দেখি আবারও ডান হাতেই তাকে টিকা দেওয়া হয়েছে। আমার শাশুড়ি নিষেধ করার পরও দ্রুত টিকা দেওয়া সম্পন্ন করা হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আমার শাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।
ভুল করে এ ঘটনা ঘটেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ। তিনি বলেন, ‘পরপর দুবার টিকা নেওয়া ওই বৃদ্ধাকে প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোনো সমস্যা না হওয়ায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ওই বৃদ্ধাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিলো। কোনো সমস্যা হয়নি। আর এটা নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা না। শুধু পরিমাণে বেশি হয়ে গেছে। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা