বাজারে অস্তিত্ব টিকিয়ে রাখতে স্মার্টফোন সংস্থাগুলো লড়াইয়ে নেমেছে। নুতন নতুন অনেক ফিচার নিয়ে বাজর দখল করার চেষ্টা করছে সংস্থাগুলো। আর তারই ধারাবহিকতায় স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুওয়ায়ে এবার পাঁচ ক্যামেরার অসাধারণ একটি স্মার্টফোন আনতে চলেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা যায়, পাঁচটি ক্যামেরা লেন্সের ‘মেইট ৩০ প্রো’স্মার্টফোন বাজারে আনতে পারে হুওয়ায়ে। আগের বছর তিন ক্যামেরার স্মার্টফোন পি-২০ বাজারে এনে কার্যত মোবাইলপ্রেমীদের চমকে দিয়েছিল চীনের এই সংস্থা। পি-২০ ছিল বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে তিনটি ক্যামেরা ছিল। তিন ক্যামেরার সেই স্মার্টফোন মোবাইলপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিল। তাই এবার আরও এক ধাপ এগিয়ে পাঁচ ক্যামেরার অসাধারণ একটি স্মার্টফোন আনতে চলেছে হুওয়ায়ে।
পিছনে পাঁচ ক্যামেরা লেন্স ব্যবস্থার জন্য সিআইএনপিএ (চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশন)-এর কাছে ইতোমধ্যে পেটেন্ট জন্যে আবেদন জানিয়েছে এই সংস্থা। এর আগে এলজি তাদের ভি-৪০ থিনকিউ ফোনে মোট পাঁচটি ক্যামেরা আনে যেটির পেছনে তিনটি ও সামনে দুই ক্যামেরা ছিল। তবে সংস্থার এই ফোনের ক্ষেত্রে কেবল পিছনেই পাঁচ ক্যামেরার পেটেন্ট আবেদন করল।
নতুন মেইট ৩০ প্রো’র পিছনে ত্রিভুজাকার পাঁচ ক্যামেরা লেন্স ব্যবস্থার সঙ্গে এলইডি ফ্ল্যাশ রাখা হবে। সংস্থার বর্তমান ফ্ল্যাগশিপ মেট ২০ প্রো-তে রয়েছে তিন ক্যামেরা এবং ৭ ন্যানোমিটার কিরিন ৯৮০ প্রসেসরের মতো উচ্চমানের মাদার বোর্ড। পি ২০, মেট ২০ এবং নোভা সিরিজের সাফল্যে ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সংস্থার স্মার্টফোন সরবরাহ ২০ কোটি ছাড়ায়। এতে চীনা সংস্থাগুললেঅর মধ্যে রেকর্ড গড়ে হুওয়ায়ে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা