অনলাইন ডেস্ক
প্রায় দেড় দশক আগে টিভি ধারাবাহিক পলিটিক্যাল থ্রিলার ‘৪২০’ প্রচারিত হয়েছিল। ওই সময়ই তুমুল জনপ্রিয় হয় এটি। ২০০৭-০৮ বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসংগতিগুলো স্যাটায়ার করে এই ধারাবাহিক নির্মাণ করে আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ১৬ বছর পর আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড।
ট্রেইলার ঘিরে ‘৪২০’ ভক্তসহ সবার মনেই অসংখ্য প্রশ্ন জন্ম নিয়েছে! মূল গল্পটা আসলে কী নিয়ে? আরো কে কে অভিনয় করছেন? কোথায়, কবে রিলিজ পাবে ‘৮৪০’; নানা তথ্যই জানতে চাইছেন দর্শকরা।
এ ছাড়া ট্রেইলার দেখে কেউ কেউ ভাবছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ‘৮৪০’ বানিয়েছেন ফারুকী। এদিকে একটি ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন, প্রায় এক বছর আগে নওগাঁ-রাজশাহীতে ‘৮৪০’ শুটিং করা হয়! তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল-ই পাওয়া যাচ্ছে কেন? সবই কী কাকতাল?
এসব প্রশ্নের উত্তর ও রহস্যের জট শিগগিরই খুলবে বলে মনে হচ্ছে না। কারণ পুরো বিষয়টি এখনো খোলাসা করেননি ফারুকী নিজেই। ‘৮৪০’-এর লোগো রিভিল করে ফেসবুকে বলেছেন- “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি।
যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’!”