ফুটবলে নেপালের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো ১৩তম সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস)।
হিমালয় কন্যার দেশে অনুষ্ঠিত এই আসরে ৯টি ডিসিপ্লিনে অংশ না নিয়েও সবার উপরে থেকে শেষ করেছে ভারত। ১৬৪ সোনা ৯১ রৌপ্য ও ৪৪ ব্রোঞ্জ জিতেছে দেশটির অ্যাথলেটরা।
চমক দেখিয়েছে আয়োজক দেশ নেপাল। ৫১ সোনা ৫৫ রৌপ্য ও ৮৮ ব্রোঞ্জ নিয়ে শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছে তারা। এটি তাদের এএস গেমসের ইতিহাসে সেরা সাফল্য।
লাল সবুজের প্রতিনিধিরাও ভেঙে দিয়েছেন বাংলাদেশের অতীতের রেকর্ড। এসএ গেমসের ইভেন্টগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ অর্জন করেছে মোট ১৩৮টি পদক। এর মধ্যে স্বর্ণ ১৯টি, রৌপ্য ৩২টি এবং ব্রোঞ্জ ৮৭টি। ফলে এবারের আসরে পদক প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং স্বর্ণ পদক প্রাপ্তির দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
৩০৮টি পদক পেয়ে ১৩তম এসএ গেমসে প্রথম অবস্থানে রয়েছে ভারত। ২৪৮টি পদক পেয়ে দ্বিতীয় শ্রীলঙ্কা এবং ২০২টি পদক নিয়ে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ।
বিপিএলের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
১ ডিসেম্বর শুরু হওয়া ১৩তম আসরের এসএ গেমস ১০ দিন পর মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেষ হয়েছে।
গতকাল গেমসের সমাপনী দিনে দুপুরে অনুষ্ঠিত হয় নেপাল-ভুটানের মধ্যকার ফুটবল ফাইনাল। ম্যাচ দেখতে দুপুরের আগেই জনাকীর্ণ হয়ে যায় দশরথ স্টেডিয়ামের আশপাশ।
ফুটবল ফাইনালের পরই শুরু হয় সমাপনী অনুষ্ঠান। উদ্বোধনীতে চমক ছিল লেজার শো’র মাধ্যমে ডিসিপ্লিনগুলো ফুটিয়ে তোলা। সমাপনী অনুষ্ঠানে বিশেষত্ব ছিল ড্রোন। দেড়শ’র বেশি ড্রোন উড়ছিল দশরথ স্টেডিয়ামের আকাশে।
উদ্বোধনের মতো খুব বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্কুলবালক-বালিকারা । মাঝে চলেছে গেমসের আনুষ্ঠানিকতাও। পরবর্তী গেমসের আয়োজক পাকিস্তানের হাতে পতাকা হস্তান্তর করেন নেপালের অলিম্পিকের কর্তাব্যক্তিরা।
গেমসের মশাল নেভানো হয়। সমাপনীতেও উল্লেখসংখ্যক অ্যাথলেট মার্চ পাস্টে অংশ নেন। নেপাল অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জীবন রাম শ্রেষ্ঠা সবাইকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী অসুস্থ থাকায় সমাপনী অনুষ্ঠানে না আসলেও তার বক্তব্য ভিডিওর মাধ্যমে প্রচার হয়। ক্রীড়া মন্ত্রী ও আয়োজকরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন।
নারীদের পর পুরুষ দলও স্বর্ণ জিতলো
অন্যতম সেরা একটি আসর উপহার দেয়া নেপাল গতকাল ব্যাটন তুলে দেয় পাকিস্তানের হাতে। এসএ গেমসের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।
১৯৮৪ সালে শুরু হওয়া এসএ গেমসের আসরে বাংলাদেশের ভাগ্যে সবোচ্চ পদক জুটে ছিল ৯৭টি, সেটাও ছিল ২০১০ সালে। তবে এবার ৪১টি পদক বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৩৮টিতে। পাশাপাশি রেকর্ড ভেঙেছে স্বর্ণ পদেকেও।
এর আগে ২০১৬তে স্বর্ণ ৪টি, রৌপ্য ১৪টি ও ব্রোঞ্জ ২৯টি সহ মোট ৪৭টি পদক। ২০১০ সালে বাংলাদেশ জিতেছিল ১৮টি স্বর্ণ, রৌপ্য ২৩টি, ব্রোঞ্জ ৫৬টি সহ মোট ৯৭টি পদক। ২০০৬ এ বাংলাদেশ জিতে ৩টি স্বর্ণ, রৌপ্য ১৫টি, ব্রোঞ্জ ৩২টি সহ মোট ৫০টি পদক। ২০০৪ সালে বাংলাদেশের মোট পদক ৪০টি, ১৯৯৯ সালে ৪৭টি, ১৯৯৫ সালে সাতটি স্বর্ণসহ ৫৮টি, ১৯৯৩ সালে ১১টি স্বর্ণসহ ৬২টি, ১৯৯১ সালে ৪০টি , ১৯৮৯ সালে ৩৭টি, ১৯৫৭ সালে ৫৪টি, ১৯৮৫ সালে ৬৪টি, ১৯৮৪ সালে ২৩টি।
পদকের তালিকা দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট ভারত ১৭২ ৯৩ ৪৫ ৩১০ নেপাল ৫১ ৫৯ ৯৪ ২০৪ শ্রীলঙ্কা ৪০ ৮২ ১২৮ ২৫০ পাকিস্তান ৩১ ৩৯ ৫৯ ১৩১ বাংলাদেশ ১৯ ৩৩ ৯২ ১৪২ মালদ্বীপ ১ ০ ৩ ৪ ভুটান ০ ৭ ১৩ ২০
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা