অনলাইন ডেস্ক
ভোট শেষ হলেও উৎসবের আমেজ এখনও আছে সিলেট মহানগরীতে। প্রায় এক দশক পর নতুন মেয়র পাওয়ায় উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। নতুন মেয়রের কাছে প্রত্যাশাও আছে নগরবাসীর। দূষণ, জলাবদ্ধতা নিরসনে নতুন মেয়র কাজ করবেন এটাই তাদের চাওয়া। একটি পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন নগরপিতা আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রায় ৮০ বর্গকিলোমিটার আয়তনের সিলেট সিটি কর্পোরেশন ৬টি থানা ও ৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত। কর্মব্যস্ত এ নগরীতে যানজট, দূষণ আর জলবদ্ধতা দিনে দিনে প্রকট হয়ে উঠছে। এর পাশাপাশি আছে ফুটপাত দখলের চিত্র। মেয়র ভবনের আশপাশেই দেখা মেলে এমন দৃশ্য।
সিলেট নগরের এসব সমস্যা দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ আছে স্থানীয়দের।
সম্প্রতি সময়ে মাদকও সিলেট শহরে বড় সমস্যা হয়ে উঠেছে। সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত মাদকের ব্যবসা সিলেট শহরকে ধীরে ধীরে মাদকের সাম্রাজ্যে পরিণত করছে। নতুন নগরপিতা জানালেন, সিলেটবাসীকে সুন্দর জীবন যাপনের সুযোগ করে দিতে তিনি নানা কর্ম কৌশল গ্রহণ করবেন। সিলেট শহরকে দূষণমুক্ত, পরিচ্ছন্ন নগরীতে পরিণত করায় তার প্রধান কাজ হবে বলেও জানান তিনি।
দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে সিলেটের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন প্রথমবার নির্বাচিত সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।