অনলাইন ডেস্ক
নড়াইলকে করোনামুক্ত ঘোষণা দিয়েছেন জেলা সিভিল সার্জন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি।
সিভিল সার্জন ডা. আবদুল মোমেন জানান, নড়াইলে এ পর্যন্ত ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। যাদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত জেলায় আর কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান নেই।
তাই আপাতত জেলাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।
তবে, এ সময়ে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তার। সিভিল সার্জন বলেন, সতর্কতায় একটু ঢিলেঢালাভাব দেখা দিলেই আবারও সংক্রমিত হতে পারে মানুষ।
আরোও পড়তে পারেন : কেনাকাটায় দক্ষতা-স্বচ্ছতা আনতে বিএসএমএমইউয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ